ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্কে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনের ১৯ বেসামরিক মানুষ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭৩ জন। গতকাল শনিবার হতাহতের এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দোনেৎস্কের আঞ্চলিক প্রশাসনের বরাত দিয়ে রাশিয়ার হামলায় বেসামরিক মানুষের হতাহতের এ ঘটনা নিশ্চিত করেছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সও।
দোনেৎস্কের আঞ্চলিক সিভিল-মিলিটারি প্রশাসনের প্রধান পাভেল কিরিলেংকোর বরাত দিয়ে রুশ বার্ত সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার রাশিয়ার হামলার কারণে ১৯ জন বেসমরিক মানুষ নিহত এবং আরও ৭৩ জন আহত হয়েছে।