ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলেও অভিযোগ করেন তিনি।
লাভরভ বলেন, ‘ক্ষমতায় এসে ভোল পাল্টেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে শান্তির বার্তা শুনিয়েছেন। বলেছেন, রাশিয়ার ভাষা ও সংস্কৃতি দু’দেশেরই সাধারণ সংস্কৃতি। এই সংস্কৃতিকে তিনি সম্মান করেন। কিন্তু গদিতে বসার ছয় মাস পরই তাঁর কথার সঙ্গে কাজের আর মিল পাওয়া যাচ্ছে না। সে নাৎসি আচরণ করছে। নিজে ইহুদি হয়েও বিশ্বাসঘাতকতা করছে ইহুদিদের সঙ্গে।’
এর আগেও একাধিকবার নাৎসি ও ইহুদি ইস্যুতে লাভরভের মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ২০২২ সালে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলে বসেন, হিটলার ইহুদি বংশোদ্ভূত। আরও বলেন, অন্য কোনো ধর্মের নয়, চরম ইহুদিবিদ্বেষী মানুষটি বেশির ভাগ ক্ষেত্রে ইহুদিই হন। সেসময় তিনি আরও অভিযোগ করেন, রাশিয়াকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যে ‘চূড়ান্ত সমাধান’ খুঁজছে, তা হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের নির্মূল পরিকল্পনার শামিল। তাঁর এই মন্তব্য ইসরায়েল, জার্মানি এবং মস্কোর অন্যান্য পশ্চিমা মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।