হোম > বিশ্ব > ইউরোপ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: এএফপি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলেও অভিযোগ করেন তিনি।

লাভরভ বলেন, ‘ক্ষমতায় এসে ভোল পাল্টেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে শান্তির বার্তা শুনিয়েছেন। বলেছেন, রাশিয়ার ভাষা ও সংস্কৃতি দু’দেশেরই সাধারণ সংস্কৃতি। এই সংস্কৃতিকে তিনি সম্মান করেন। কিন্তু গদিতে বসার ছয় মাস পরই তাঁর কথার সঙ্গে কাজের আর মিল পাওয়া যাচ্ছে না। সে নাৎসি আচরণ করছে। নিজে ইহুদি হয়েও বিশ্বাসঘাতকতা করছে ইহুদিদের সঙ্গে।’

এর আগেও একাধিকবার নাৎসি ও ইহুদি ইস্যুতে লাভরভের মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ২০২২ সালে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলে বসেন, হিটলার ইহুদি বংশোদ্ভূত। আরও বলেন, অন্য কোনো ধর্মের নয়, চরম ইহুদিবিদ্বেষী মানুষটি বেশির ভাগ ক্ষেত্রে ইহুদিই হন। সেসময় তিনি আরও অভিযোগ করেন, রাশিয়াকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যে ‘চূড়ান্ত সমাধান’ খুঁজছে, তা হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের নির্মূল পরিকল্পনার শামিল। তাঁর এই মন্তব্য ইসরায়েল, জার্মানি এবং মস্কোর অন্যান্য পশ্চিমা মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট