হোম > বিশ্ব > ইউরোপ

৯০ শতাংশেরও বেশি ইউক্রেনীয় সমর্থন করেন জেলেনস্কিকে

ইউক্রেনের ৯০ শতাংশেরও বেশি মানুষ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বল হয়, এ সপ্তাহের শেষের দিকে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যায়, জেলেনস্কির জনসমর্থন গত বছরের ডিসেম্বরের চেয়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। 

ইউক্রেনের বেসরকারি জরিপ প্রতিষ্ঠান সোসিওলজিক্যাল গ্রুপ এ জরিপ পরিচালনা করেছে। জরিপে দেখা যায়, ৯১ শতাংশ মানুষ জেলেনস্কিকে সমর্থন করেন। মাত্র ৬ শতাংশ তাঁকে সমর্থন করেন না এবং ৩ শতাংশ মানুষ এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি। 

ইউক্রেনজুড়ে দুই হাজার মানুষের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়। তবে ক্রিমিয়া ও পূর্ব ইউরোপের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের বাসিন্দাদের এ জরিপ থেকে বাদ দেওয়াটা হয়েছে। 

রুশ হামলা ইউক্রেন প্রতিহত করতে পারবে কি না এমন প্রশ্নে ৭০ শতাংশ ইউক্রেনীয় বলেছেন, হ্যাঁ, তারা বিশ্বাস করেন ইউক্রেন এ হামলা প্রতিহত করতে পারবে। 

জরিপের ফলাফলে বলা হয়, রুশ বাহিনীর হামলার আগে থেকেই ইউক্রেনের সেনাবাহিনী প্রতিও জনসমর্থন বৃদ্ধি পেয়েছে। 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে গত বৃহস্পতিবার থেকে যুদ্ধ চলছে। রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ, দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভসহ বেশ কটি শহরে ঢুকে পড়েছে। কিয়েভ ও খারকিভের রাস্তায় রাস্তায় চলছে তুমুল যুদ্ধ। গতকাল রোববার রুশ বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকলেও তাঁদের প্রতিহত করার কথা জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। রাজধানীকেও রুশ সেনামুক্ত করার ঘোষণা দিয়েছে তারা। যুদ্ধ থেকে বাঁচতে লাখ লাখ মানুষ ইউক্রেন ছাড়ছেন। 

এমন পরিস্থিতিতে পরিচালিত এক জরিপে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির জনসমর্থন বাড়ার খবর পাওয়া গেল। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার