হোম > বিশ্ব > ইউরোপ

বন্যার্ত এলাকা দেখতে গিয়ে গণ-অসন্তোষের মুখে স্প্যানিশ রাজা

বিক্ষুব্ধ মানুষের মুখোমুখি স্প্যানিশ রাজা। ছবি: ভিডিও থেকে নেওয়া

বন্যায় ক্ষতিগ্রস্ত ভ্যালেন্সিয়া অঞ্চল পরিদর্শনে গিয়ে আজ রোববার বিক্ষুব্ধ একদল মানুষের মুখোমুখি হয়েছে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। সাম্প্রতিক প্রলয়ংকরী বন্যায় এই অঞ্চলটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, একদল বিক্ষুব্ধ মানুষ রাজা ফিলিপকে ‘হত্যাকারী’ এবং ‘লজ্জা’ বলে চিৎকার করছে। বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে কেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি, রাজার কাছে এমন জবাবদিহিও চাইছিল বিক্ষুব্ধ জনতা।

এ বিষয়ে বিবিসি জানিয়েছে, কয়েক দশকের মধ্যে স্পেনের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিভিন্ন অঞ্চল কাদায় পুরো ঢেকে গেছে এবং ভাঙাচোরা গাড়ি আর ধ্বংসস্তূপ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে।

সাম্প্রতিক এই বন্যায় স্পেনে ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য মানুষ। উদ্ধারকর্মীরা এখনো বেঁচে থাকা মানুষ এবং মৃতদেহ উদ্ধারের আশায় ভূগর্ভস্থ গাড়ি পার্ক এবং টানেলগুলোতে চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছেন।

বন্যার পরে এই বিষয়ে সতর্কতার অভাব এবং কর্তৃপক্ষের অপর্যাপ্ত সহায়তার অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজা ফিলিপ এবং রানি লেটিজিয়া ভ্যালেন্সিয়ার পাইপোর্টা অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন। এই শহরটি বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় গত শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ওই এলাকায় আরও ১০ হাজার সৈন্য, পুলিশ কর্মকর্তা এবং সিভিল গার্ড পাঠানোর নির্দেশ দিয়েছেন। বন্যায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি উল্লেখ করে গুরুতর সমস্যা এবং ঘাটতির কথাও স্বীকার করেছেন প্রধানমন্ত্রী।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার