হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভের দুপাশে রুশ হামলা জোরদার 

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকায় হামলা তীব্র করেছে রাশিয়ার সেনাবাহিনী। শনিবার সকালে রাজধানীর দক্ষিণ ও উত্তর পাশ দিয়ে তীব্র আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাজধানীর কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এ দিকে, কিয়েভ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের শহর চেরনিহিভেও তীব্র আক্রমণ চালিয়েছে রুশ সৈন্যরা। আক্রমণে স্থানীয় ‘হোটেল ইউক্রেন’—যা শহরটির একটি অন্যতম পরিচিতি চিহ্ন—তা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

চেরনিহিভের প্রশাসনের প্রধান ব্যাচেস্লাভ চাউস শনিবার বলেছেন, ‘আমি এখনো এখানে আছি কিন্তু এখানে আর কোনো হোটেল নেই।’ 

ব্যাচেস্লাভ চাউস আরও বলেন, ‘শত্রুরা চেরনিহিভ শহরে ক্রমাগত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই যাচ্ছে। এতে বহু বেসামরিক মানুষ মারা যাচ্ছে, আহতও হচ্ছেন অনেক। শত্রুরা বেসামরিক অঞ্চলে গোলাবর্ষণ করেছে অথচ সেখানে কোনো সামরিক বাহিনী নেই।’ 

রুশ বাহিনী প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবরোধ করে রেখেছে। চাউস আরও বলেছেন, ‘শহরে বিদ্যুৎ নেই, পানি নেই বললেই চলে, নেই গ্যাসও। শুক্রবার বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টা সফল হওয়ার সময় শত্রুরা আবারও তা  নষ্ট করে দিয়েছে।’ 

এ দিকে, কিয়েভের দক্ষিণে ভ্যাসিলকিভ শহর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও থেকে দেখা গেছে, ‘শনিবার ভোরে একটি আঘাতের পর সেখানকার সামরিক বিমানঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। 

শহরের মেয়র নাটালিয়া বালাসিনোভিচ ফেসবুকে বলেছেন, ‘আজ সকাল ৭টার দিকে শত্রু বাহিনী ভাসিলকিভ শহরে গোলাবর্ষণ করেছে। আটটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, বিমানবন্দরে গোলা বর্ষণ করেছে। ক্ষেপণাস্ত্র হামলার ফলে বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’ 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার