হোম > বিশ্ব > ইউরোপ

সি’র এক ফোনকলই বন্ধ করতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ 

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি মাত্র ফোনকলই রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ করে দিতে পারে। তাঁর মতে, রাশিয়ার ওপর চীনের প্রভাব এত বেশি যে, বেইজিং চাইলেই এই বিষয়ে উদ্যোগ নিতে পারে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে স্টাব বলেন, রাশিয়ার ওপর চীনের প্রভাব এত বেশি যে, সি চিন পিং চাইলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন। তিনি বলেন, ‘সি চিন পিংয়ের একটি মাত্র ফোন কল এই সংকট সমাধান করতে পারে।’ 

আলেক্সান্ডার স্টাব বলেন, ‘চীন যদি সত্যিকার অর্থেই জাতি রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্কের ব্যাপারে আগ্রহী হয় তাহলে রাশিয়ার মতো একটি দেশকে দিন শেষে আগ্রাসী ও ঔপনিবেশিক মানসিকতা লালন করে একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালানোর অনুমতি দিতে পারে না।’ 

এর আগে, গত ২৮ জুন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন—রাশিয়ার সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে ‘তুলনামূলক পরিকল্পনা’ প্রস্তুত করছেন তিনি। তিনি বলেন, কীভাবে চলতি বছর শেষ হওয়ার আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করা যায় সে বিষয়ে একটি তুলনামূলক পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি। 

কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধ শেষ করার লক্ষ্যে আমাদের এমন একটি পরিকল্পনা প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি পরিকল্পনা প্রস্তুত করতে হবে যা বিশ্বের বেশির ভাগ দেশ সমর্থন করবে।’ তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমরা কূটনৈতিক পথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’ 

বর্তমান সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো আলোচনা চলছে না এবং দুই দেশের প্রেসিডেন্ট রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের জেলেনস্কি যে ধরনের বক্তব্য জনসমক্ষে দিচ্ছেন তাতে মনে হচ্ছে, অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে কোনো শান্তি আসবে এমনটা ভাবাও কষ্টকর। এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্টের এই বক্তব্য আশার আলো হয়ে এসেছে।

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ