হোম > বিশ্ব > ইউরোপ

১৮ জন মানুষের সমান এক কুমড়া!  

একটি কুমড়ার ওজন প্রায় ১৮ জন পূর্ণবয়স্ক মানুষের সমান! শুনতে অবাক লাগলেও এমন একটি কুমড়ার ফলন হয়েছে ইতালিতে।  বিস্ময়কর এই কুমড়া জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুমড়াটির ওজন সাড়ে ১৭ জন প্রাপ্তবয়স্ক মানুষের গড় ওজনের সমান। স্তেফানো কাতরুপি নামের ইতালির তাসক্যানির এক বাসিন্দা এই কুমড়া ফলিয়েছেন।  তাঁর ফলানো কুমড়াটির ওজন ১ হাজার ২২৬ কেজি। অর্থাৎ ১ টনেরও বেশি!

কী করে করলেন এমন অসাধ্যসাধন? স্তেফোনার বলেন, `না, এর কোনো গোপন মন্ত্র নেই। যখন কুমড়াটি  ট্রাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এমনিতে অত বড় কুমড়ার ওজন তো আগে থেকে আন্দাজ করা যায় না, যতক্ষণ না ওজন করে দেখা হচ্ছে। তবে কুমড়াটাকে স্পর্শ করেই আমি বুঝতে পেরেছিলাম নির্ঘাত বিশ্বরেকর্ড হতে চলেছে। আমি একেবারে নিশ্চিত ছিলাম।'

তবে স্তেফানো এ ধরনের কীর্তি আগেও গড়েছেন। ২০০৮ সাল থেকেই এ ধরনের অতিকায় ফল, সবজি ফলাতে শুরু করেন ওই কৃষক। গত সেপ্টেম্বরে ইতালির এক কুমড়া উৎসবে সেটি প্রদর্শিত হয়। তখনই সেটি নজর কেড়েছিল সবার। সেই সময়ই মনে করা হয়েছিল, বড় রেকর্ড গড়তে পারে এই অতিকায় কুমড়া।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট