হোম > বিশ্ব > ইউরোপ

বাবা-ছেলের ঝগড়া থামাতে এসে প্রাণ গেল পুলিশের

স্পেনের মধ্যাঞ্চলের একটি গ্রামে পারিবারিক কলহ থামাতে গিয়ে প্রাণ গেল পুলিশের এক সদস্য ও প্রতিবেশীর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বুধবার (২৬ অক্টোবর) আরগামাসিলা দি ক্যালাত্রাভা ও ভিল্লামায়োর দি ক্যালাত্রাভা গ্রামের মধ্যকার রাস্তার পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বাধে ৮১ বছর বয়সী এক বৃদ্ধ ও তাঁর ৫০ বছর বয়সী ছেলের মধ্যে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এমন পরিস্থিতিতে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাবা-ছেলের ঝগড়া থামানোর চেষ্টা করলে গুলি চালান বৃদ্ধের ছেলে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন পুলিশের এক সদস্য ও এক প্রতিবেশী। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হন। 

এদিকে হামলার সময় বৃদ্ধ ওই বাবা পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের আরও দুজন সদস্য। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

বন্দুক হামলার মতো সহিংস ঘটনা স্পেনে অনেকটা বিরল। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে দেশটিতে অপরাধের হার ১১ শতাংশ কমেছে। ২০২১ সালে অপরাধের হার প্রতি ১ হাজার জনে ৪১.৪ রেকর্ড করা হয়, যা হিসাব শুরুর পর সর্বনিম্ন। 

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান