হোম > বিশ্ব > ইউরোপ

রুশ হামলায় মারিউপোল ‘বিধ্বস্ত’

রুশ হামলায় মারিউপোল শহর ‘বিধ্বস্ত’ হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের মারিউপোল শহরের মেয়র ভাদিম বোইচেঙ্কো। ইউক্রেনের এক টেলিভিশনের লাইভ সম্প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, ইউক্রেনের দক্ষিণ-পূর্ব বন্দর নগরী মারিউপোলে অবিরাম গোলাগুলি চলছে। রুশ সেনারা আমাদের সাধারণ মানুষদের মেরে ফেলছে। তাদের গোলার আঘাতে আমাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ দিন ধরে রুশ সেনারা মারিউপোল শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শহরটির মেয়র।

মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেছেন, রুশরা আমাদেরকে কামান দিয়ে মারছে, গোলা ছুড়ছে, বিমান হামলা করছে। তারা পুরো শহরকে বিধ্বস্ত করে ফেলেছে।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণের শহর খেরসন ঘিরে ফেলেছে রুশ বাহিনী। শহরটি মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী শহর। খেরসনের প্রত্যক্ষদর্শীরা বিবিসির প্রতিবেদককে বলেছেন, রুশ সেনারা বিমানবন্দর থেকে নিকোলায়েভ হাইওয়ে ও কোল্ড স্টোরেজ প্ল্যান্টের দিকে এগিয়ে যাচ্ছে।

অন্যদিক ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের ষষ্ঠ দিনে একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজি। সেই স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে ৪০ মাইল দীর্ঘ এক ট্যাংকবহর এগিয়ে যাচ্ছে।

ম্যাক্সার টেকনোলজির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভের উত্তর পশ্চিম এলাকায় প্রায় ৪০ মাইল দীর্ঘ (৬৫ কিলোমিটার) সেনাবহর দেখা গেছে। এর আগের দিন সেনাবহরটি ১৭ মাইল দীর্ঘ ছিল।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন