ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিন স্কুল ও এক উপাসনালয়ে হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিটি কাউন্সিল ভবনের পাশের কয়েকটি দোকানও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখতিরকায় আর্টিলারি বিস্ফোরণের ফলে কয়েক ডজন ‘আবাসিক ভবন’ ধ্বংস হয়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের অষ্টম দিনে ইউক্রেনের প্রধান বন্দরনগরী খেরসন দখলে নিয়েছে রুশ সেনাবাহিনী। খেরসনের মেয়রের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
খেরসনের মেয়র ইগর কোলিখায়েভ বলেছেন, দক্ষিণ ইউক্রেনের প্রধান বন্দরনগরী খেরসন এখন রুশ বাহিনীর দখলে। তারা জোর করে খেরসনের সিটি কাউন্সিল ভবনে প্রবেশ করেছে এবং শহরের বাসিন্দারের ওপর কারফিউ জারি করেছে।