হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া, অভিযোগ যুক্তরাষ্ট্রের

রাশিয়া অভিযোগ করে বলেছিল যে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র কর্মসূচি সমর্থন করছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র পাল্টা অভিযোগ করে বলেছে, মস্কোই বরং ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইসের এক বিবৃতি উল্লেখ করে এএফপি বলেছে, ক্রেমলিন ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার করছে যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন রাসায়নিক ও জৈবিক অস্ত্র কার্যক্রম পরিচালনা করছে। নেড প্রাইস বলেন, ‘রাশিয়া ইউক্রেনে তার নিজের ভয়ংকর কর্মকাণ্ডকে বৈধতা দিতেই মিথ্যা অজুহাত দেখাচ্ছে।’ 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ‘রাশিয়ার দাবিগুলো অভিমানসুলভ। আমরা চীনা কর্মকর্তাদেরও এ ধরনের ষড়যন্ত্রতত্ত্ব আওড়াতে দেখেছি।’ 

তিনি এক টুইটার পোস্টে লিখেছেন, রাশিয়া যেহেতু মিথ্যা দাবি করছে, সুতরাং আমাদের সবার এখন কড়া নজর রাখা উচিত, যাতে রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র কিংবা জীবাণু অস্ত্র ব্যবহার করতে না পারে। 

এর আগে গত ৬ মার্চ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটার বার্তায় জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত সামরিক-জৈবিক কর্মসূচির চিহ্নগুলো কিয়েভ মুছে ফেলছে—এমন প্রমাণ তারা পেয়েছে। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দুই সপ্তাহ অতিক্রম করেছে। শত শত মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রাণভয়ে ইউক্রেন ছেড়ে পালিয়েছে লাখ লাখ মানুষ। এরই মধ্যে গতকাল একটি শিশু হাসপাতাল ও মাতৃসদনে রুশ বাহিনী হামলা করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। যুদ্ধ বন্ধে দুই দেশ দফায় দফায় আলোচনায় বসলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি এখনো।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার