হোম > বিশ্ব > ইউরোপ

চীনের হয়ে উইঘুরদের ওপর নজরদারি, তুরস্কে আটক ৬

চীনা গোয়েন্দা সংস্থার হয়ে তুরস্কের উইঘুরদের ওপর নজরদারি করার সন্দেহে ছয়জনকে আটক করেছে তুরস্ক। এ ঘটনার সঙ্গে জড়িত আরও একজনকে খুঁজছে দেশটির পুলিশ। আজ মঙ্গলবার তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইস্তাম্বুলের আদালত বলেছেন, সাতজন ব্যক্তি তুরস্কে অবস্থিত উইঘুর সম্প্রদায়ের নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ও তাঁদের সঙ্গে সম্পর্কিতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। 

তবে এ বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। 

তুরস্কে প্রায় ৫০ হাজার উইঘুরের বাস। মধ্য এশিয়ার বাইরে তুরস্কেই সবচেয়ে বেশি উইঘুর ডায়াসপোরা রয়েছে। উইঘুরদের সঙ্গে জাতিগত, ধর্মীয় ও ভাষাগত দিক থেকে তুরস্কের বেশ মিল রয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ সম্প্রদায়ের বেশির ভাগ মানুষ তুর্কি ভাষায় কথা বলেন।

উইঘুর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কারণে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচিত হয়েছে বেইজিং। তুরস্কে অবস্থিত চীনা দূতাবাস এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি। 

গত মাসে তুরস্কে বসবাসরত ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করার কারণে ও ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্য সন্দেহে ৩৪ জনকে আটক করে তুরস্ক কর্তৃপক্ষ। এরপর থেকে এমআইটির গোয়েন্দা সংস্থা তুরস্কে সন্দেহভাজন মোসাদ এজেন্টদের বিরুদ্ধে আরও অভিযান চালিয়ে যাচ্ছে।

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া