হোম > বিশ্ব > ইউরোপ

ভোটকেন্দ্রে যাননি পুতিন, ভোট দিলেন ঘরে বসেই

২৫ বছর ধরে রাশিয়ায় ক্ষমতা ধরে রেখেছেন ভ্লাদিমির পুতিন। আরও এক মেয়াদে তিনি যে প্রেসিডেন্টের আসনে বসবেন, তা নিশ্চিত। তবু নিয়ম রক্ষার জন্য রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। অনেকেই বলছেন, এই নির্বাচন লোকদেখানো। 

কিন্তু এই লোকদেখানো নির্বাচনেও পুতিন ভোটকেন্দ্রে যাননি। ঘরে বসে অনলাইনেই নিজের ভোট দিয়েছেন তিনি। আজ শনিবার ক্রেমলিনের প্রকাশিত ছবিতে পুতিনকে কম্পিউটারে ভোট দিয়ে হাসিমুখে ক্যামেরার দিকে হাত নাড়তে দেখা গেছে।

গতকাল শুক্রবার শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে তিন দিন পর্যন্ত। এই ভোটের ফলাফল যাই হোক, ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকছেন ভ্লাদিমির পুতিন— এটাই প্রত্যাশিত। 

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসের প্রতিবেদন অনুসারে, পুতিনের ইলেকট্রনিক মাধ্যমে ভোট দেওয়ার ঘটনা এই প্রথম নয়। তবে প্রেসিডেন্ট নির্বাচনে এই প্রথম অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন রাশিয়ার প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চলে এভাবে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে।

রাশিয়ান ফেডারেশন কাউন্সিল বা সংসদের উচ্চকক্ষ আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের ১৭ মার্চকে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হিসেবে নির্ধারিত করে। এরপর রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) ১৫ থেকে ১৭ মার্চ তিন দিনব্যাপী ভোট হওয়ার ঘোষণা দেয়। 

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁরা হলেন নিউ পিপলস পার্টির প্রার্থী ভ্লাদিস্লাভ দাভানকভ; স্বমনোনীত প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন; রাশিয়ার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপিআর) মনোনীত লিওনিদ স্লাতস্কি এবং রুশ ফেডারেশনের কমিউনিস্ট পার্টি (সিপিআরএফ) মনোনীত নিকোলাই খারিতোনভ।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট