তীব্র গোলাগুলির পর অবশেষে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রুশ সেনাবাহিনী। এটি বিস্ফোরিত হলে চেরনোবিলের চেয়েও ছয় গুণ বিপর্যয় ঘটতে পারত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২৬ এপ্রিল, ১৯৮৬ তারিখে সংঘটিত ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাটি চেরনোবিলের বিপর্যয় হিসেবে পরিচিত। চেরনোবিল বর্তমান ইউক্রেনের অন্তর্ভুক্ত। এই পারমাণবিক দুর্ঘটনাকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ও বিপর্যয় হিসেবে গণ্য করা হয়।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের মানুষ! আমরা সেই রাতে বেঁচে গেছি, যা ইতিহাসের গতিপথকে থামিয়ে দিতে পারত।
জেলেনস্কি বলেন, রাশিয়া জানত যে তারা যখন স্টেশনে সরাসরি শেল নিক্ষেপ করেছিল তখন তারা কী করছে। এটিকে নজিরবিহীন সন্ত্রাস বলে আখ্যায়িত করেছেন জেলেনস্কি।
রাশিয়ানদের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাস্তায় নামুন এবং আপনাদের সরকারকে বলুন যে আমরা বাঁচতে চাই।