হোম > বিশ্ব > ইউরোপ

পশ্চাদপসরণের ভান করে ইউক্রেনীয় সৈন্যদের সম্মুখ যুদ্ধে প্রলুব্ধ করছে রাশিয়া 

রাশিয়ার সৈন্যরা পিছিয়ে যাওয়ার ভান করে ইউক্রেনীয় সৈন্যদের সম্মুখ সমরে প্রলুব্ধ করছে। এমনটাই দাবি করেছেন ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র নাতালিয়া হুমেনিউক। স্থানীয় সময় গতকাল রোববার তিনি জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহরগুলোতে রুশ সৈন্যরা এই কৌশল অবলম্বন করছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

নাতালিয়া হুমেনিউক ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রুশ সৈন্যরা সবাইকে প্রভাবিত করার চেষ্টা করছে যে—তাঁরা পশ্চাদপসরণ করছে। কিন্তু একই সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো—তাঁরা আগের জায়গাতেই অবস্থান করছে।’ 

নাতালিয়া হুমেনিউক আরও বলেছেন, ‘যেসব এলাকা থেকে তাঁরা সরে গেলে বলে জানিয়েছে, সেসব এলাকায় এখনো তাদের ঘাঁটি রয়েছ এবং সেখানে বিপুল পরিমাণ সমরাস্ত্র মজুত রয়েছে। একই সঙ্গে তাদের যুদ্ধ করার সকল প্রস্তুতিও সেখানে নেওয়া রয়েছে। তাদের যুদ্ধ কৌশল এবং সমরাস্ত্র এমনভাবে প্রস্তুত রাখা হয়েছে যাতে তাঁরা নদীর (নিপার নদী) বাম তীর থেকে ডান তীরের যুদ্ধেও সহায়তা দিতে পারে।’ 

ইউক্রেনীয় সেনাবাহিনীর এই মুখপাত্র আরও বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, রুশরা একটি ভ্রম তৈরি করে আমাদের বোঝানোর চেষ্টা করছে যে—তাঁরা সেখানে নেই। যাতে ইউক্রেনীয় সৈন্যরা ওই সব অবস্থানের কাছাকাছি যায়। এবং সেখানে যাওয়া মাত্রই তীব্র যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই কারণেই তাঁরা আমাদের যে বয়ান বোঝানোর চেষ্টা করছে, তার বিপরীতে গিয়ে নিজেদের কৌশল দাঁড় করানোর চেষ্টা করছি।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট