হোম > বিশ্ব > চীন

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে জিনজিয়াংয়ে যেতে দেবে চীন

বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের পর জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেটকে জিনজিয়াং সফরের অনুমতি দেবে চীন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এমনটি জানিয়েছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

জিনজিয়াং সফরে যেতে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বেইজিংয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের শীর্ষ কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, জিনজিয়াংয়ের শিবিরে ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে আটকে রেখেছে চীন। তবে এই অভিযোগ চীন বরাবরই অস্বীকার করে। তাদের দাবি, ওই অঞ্চলে ধর্মীয় উগ্রবাদ মোকাবিলায় তারা ভকেশনাল ট্রেনিং কর্মসূচি চালু রেখেছে। 

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, মিশেল ব্যাচেলেট সম্প্রতি জিনজিয়াং সফরে যেতে চীন সরকারের অনুমোদন পেয়েছেন। আগামী ২০ ফেব্রুয়ারি বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শেষ হওয়ার পর পর যেকোনো সময়ে এই সফর অনুষ্ঠিত হবে। তবে পূর্বশর্ত হিসেবে বলা হয়েছে, এই সফর ‘বন্ধুত্বপূর্ণ’ হতে হবে। আর এতে তদন্তের কোনো কাঠামো থাকবে না। চীন চায়, মিশেল ব্যাচেলেটের কার্যালয় অলিম্পিকের আগ পর্যন্ত যেন জিনজিয়াং-বিষয়ক প্রতিবেদন প্রকাশ আটকে রাখে। 

এদিকে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা অলিম্পিকের আগেই ওই প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছেন। তবে এ নিয়ে ব্যাচেলেটের পক্ষ থেকে কোনো  মন্তব্য করা হয়নি। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, বিনিময় ও সহযোগিতার উদ্দেশ্যে ব্যাচেলেটকে অনেক আগে জিনজিয়াং সফরে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে চীন যেকোনো রাজনৈতিক কারসাজির বিরোধিতা করে।

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’

আটকে গেল ৩ চীনা নভোচারীর পৃথিবীতে ফেরা