হোম > বিশ্ব > চীন

ভূতের সঙ্গে বিয়ে দিতে মৃত মেয়েকে ১০ লাখ টাকায় বিক্রি চীনে

১৬ বছর বয়সী শাওডেন আত্মহত্যা করেছিলেন। কিন্তু আত্মহত্যার পর দত্তক নেওয়া বাবা-মা তাঁর মরদেহটি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন আসল বাবা। 

চীনা গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে শাওডেনের প্রকৃত বাবা সান জানান, মেয়েকে ‘ভূত বধূ’ হিসেবে চীনা মুদ্রায় ৬৬ হাজার ইউয়ানে বিক্রি করে দেন তাঁর পালক বাবা-মা। বাংলাদেশি মুদ্রায় যা ১০ লাখেরও বেশি টাকা। 

শাওডেনের মরদেহ বিক্রি করা ও এ উদ্দেশে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেলেও চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারছে না। কারণ একটি প্রাচীন ঐতিহ্য এবং বর্তমান আইনি কাঠামোর জটিলতা এ ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভূতের বিয়ে’র মতো একটি প্রথা চীনা সমাজে ৩ হাজার বছরেরও বেশি সময় ধরে প্রচলিত আছে। এই প্রথার মাধ্যমে মূলত মৃত নারী-পুরুষকে বিয়ে দিয়ে জীবিত স্বজনেরা পারিবারিক বন্ধন তৈরি করে। আর যে দুজনকে বিয়ে দেওয়া হয় তাদেরকে ‘ভূত দম্পতি’ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। 

এই ঐতিহ্যের লক্ষ্য হলো—অবিবাহিত অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের বিয়ে দিয়ে পরকালে তাঁদের জন্য আশীর্বাদ নিশ্চিত করা। আধুনিক সমাজে বিষয়টি অনেক সমালোচনার জন্ম দিলেও এই ঐতিহ্য চীনের গ্রামীণ ও স্বল্প উন্নত অঞ্চলগুলোতে এখনো টিকে আছে। আর সাংস্কৃতিক ঐতিহ্য অনুশীলনের ভারসাম্য ধরে রাখতে বর্তমান আইনেও এ ধরনের কিছু বিষয়কে এখনো বৈধতা দিয়ে আসছে চীনের সরকার। 

মরদেহ বিক্রির পর শাওডেনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। বাবা সানের অভিযোগ, মরদেহটি যারা কিনেছেন তাঁরা মৃত স্বজনের সঙ্গে শাওডেনকে বিয়ে দিয়েছেন। 

এ অবস্থায় মরদেহটি বিক্রি করা পালক বাবা-মায়ের বিরুদ্ধে সানের অভিযোগ প্রচলিত প্রথাটির যৌক্তিকতা নিয়ে আবারও আলোচনার সূত্রপাত করেছে চীনা সমাজে।

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’