হোম > বিশ্ব > চীন

ওজন ৫০ কেজির কম হলেই বাতাসে উড়িয়ে নেবে, বেইজিংয়ে সতর্কবার্তা

আজকের পত্রিকা ডেস্ক­

বেইজিংয়ে ঘণ্টায় ৯৩ মাইল (১৫০ কিলোমিটার) পর্যন্ত বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। ছবি: সিনহুয়া

প্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের রাজধানী বেইজিং ও দেশটির উত্তরাঞ্চল। গতকাল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ৫০ কেজির কম ওজনের মানুষ ‘সহজে এই ঝড়ে উড়ে যেতে পারে’। তাই লাখ লাখ মানুষকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হচ্ছে। চীনে পরিণত বয়সের একজন নারী-পুরুষের গড় ওজন ৫৯ থেকে ৬৯ কেজি। এর মধ্যে অনেকে স্লিম থাকতে ওজন কমান। তাই স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, ৫০ কেজির কম ওজনের কেউ যেন বাইরে বের না হন।

এ ছাড়া ঝড়ের কারণে দেশটিতে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। উত্তরাঞ্চলের সঙ্গে স্থগিত করা হয়েছে রেলযোগাযোগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত এক দশকের মধ্যে বেইজিং প্রথমবারের মতো শক্তিশালী বাতাসের কারণে ‘অরেঞ্জ সতর্কতা’ জারি করেছে। আজ শনিবার শহরের ওপর দিয়ে সবচেয়ে শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত বেইজিংয়ের দুটি প্রধান বিমানবন্দরে ৮৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেইজিংয়ে ঘণ্টায় ৯৩ মাইল (১৫০ কিলোমিটার) পর্যন্ত বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। গত অর্ধশতাব্দীর বেশি সময়ের মধ্যে এটি চীনের রাজধানীতে সর্বোচ্চ বাতাসের বেগ। দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই ঝড় সপ্তাহজুড়ে থাকবে। এর ফলে বিভিন্ন দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে।

চীনে বাতাসের গতিবেগ ১ থেকে ১৭ পর্যন্ত একটি স্কেলে পরিমাপ করা হয়। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১১ মাত্রার বাতাস ‘মারাত্মক ক্ষতি’ করতে পারে। এর ১ বেশি, অর্থাৎ ১২ মাত্রার বাতাস ‘চরম ধ্বংসাত্মক’ পরিস্থিতি ডেকে আনতে পারে। এ সপ্তাহে বেইজিংয়ে বাতাসের গতিবেগ ১১ থেকে ১৩ মাত্রার মধ্যে থাকবে বলে জানানো হয়েছে।

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’