হোম > বিশ্ব > চীন

চীনে সংক্রমণ ঠেকাতে সন্দেহভাজন করোনা রোগীদের রাখা হচ্ছে ধাতব বাক্সে  

চীনে করোনার সংক্রমণ ঠেকাতে সন্দেহভাজন করোনা রোগীদের রাখা হচ্ছে ধাতব বাক্সে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কয়েকটি ভিডিওতে এমনটি দেখা গেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কোয়ারেন্টিন সেন্টারে সারির পর সারি করে রাখা হয়েছে ধাতব বাক্স। বাসে করে সেখানে আনা হচ্ছে করোনা রোগীদের।

চীনে ‘শূন্য-কোভিড’ নীতিতে করোনার সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী মাসেই চীনে শীতকালীন অলিম্পিক শুরু হবে। এর আগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লাখ লাখ মানুষকে কোরায়েন্টিনে রাখা হয়েছে। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, অন্তঃসত্ত্বা নারী, শিশু, বৃদ্ধসহ করোনায় আক্রান্তদের কাঠের বিছানা ও একটি টয়লেট দিয়ে সজ্জিত ধাতব বাক্সে দুই সপ্তাহ আবদ্ধ করে রাখা হচ্ছে। একটি এলাকার মধ্যে একজন করোনায় আক্রান্ত হলেও ওই এলাকার সবাইকে এভাবে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। 

ডেইলি মেইল আরও জানায়, চীনের বেশ কিছু এলাকায় গভীর রাতে গিয়ে মানুষকে কোয়ারেন্টিন সেন্টারে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে। করোনার সংক্রমণ বাড়ায় চীনে প্রায় ২ কোটি মানুষ এখন ঘরবন্দী রয়েছে। এমনকি তারা বাড়ির বাইরে খাবার কেনার জন্যও যেতে পারছে না।

সম্প্রতি কঠোর লকডাউনের কারণে চিকিৎসা করাতে দেরি হওয়ায় চীনের একজন অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত হয়। এসব ঘটনার পর চীনের ‘শূন্য-কোভিড’ নীতি নিয়ে প্রশ্ন উঠেছে।

চীনে ২০১৯ সালের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকেই দেশটিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। 

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে