হোম > বিশ্ব > চীন

জলবায়ু সম্মেলনেই দেখা হচ্ছে বাইডেন–সির

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আহুত জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই ভার্চ্যুয়াল সম্মেলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন এই দুই নেতা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক কার্বন নিঃসরণের হার কমিয়ে আনার বিষয়ে ২০১৫ সালে হওয়া বৈশ্বিক সমঝোতা প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলন আহ্বান করেন। করোনা পরিস্থিতির কারণে ভার্চ্যুয়াল পরিসরে আয়োজিত এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যোগ দিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সম্মেলনে সি চিন পিং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং। আজ বুধবার দেওয়া এ সম্পর্কিত বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ব রাজনীতির মঞ্চে চীন ও যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বীর অবস্থানে। যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হিসেবে গত কয়েক বছর ধরেই চীনকে চিহ্নিত করে আসছে ওয়াশিংটন। বিভিন্ন দেশের ওপর নিজেদের আধিপত্য বিস্তার নিয়েও দুই দেশ লড়াই করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে দু দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

বাইডেন ক্ষমতা গ্রহণের পর গত মাসে আলাস্কায় প্রথমবারের মতো দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসেন। যদিও এই বৈঠকে তেমন বড় কোনো অগ্রগতি হয়নি শেষ পর্যন্ত। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি চীন সফর করেন। সফরকালে উভয় পক্ষই এই দশকে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সম্মত হন। এবার কার্বন নিঃসরণ কমানোর প্রশ্নে আয়োজিত জলবায়ু সম্মেলনে বিশ্বের দুই শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ এক মঞ্চে আসাটা আশাবাদী করছে অনেককে।

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন