হোম > বিশ্ব > চীন

৩ জন করোনা শনাক্ত হওয়ায় লকডাউনে চীনের আরেক শহর 

তিনজন উপসর্গহীন করোনা রোগী শনাক্ত ওয়ায় চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের শহর ইউঝু শহরে লকডাউন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে শহরটিতে লকডাউন শুরু হয়েছে। 

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ‘শূন্য-কোভিড’  কৌশল নিয়েছে চীন। তবে সম্প্রতি চীনের বিভিন্ন শহরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে এমন পরিস্থিতির মধ্যেই আগামী ফেব্রুয়ারিতে বেইংজিয়ে শীতকালীন অলিম্পিক শুরু হতে যাচ্ছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউঝু শহরে ১০ লাখ ২৭ হাজার মানুষ বাস করেন। গতকাল সোমবার রাত থেকেই শহরটির জনগণকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। 

এক বিবৃতিতে শহরটির কর্তৃপক্ষ জানায়, শহরটির প্রাণকেন্দ্রে বাস করা জনগণ অবশ্যই বাইরে যেতে পারবে না। মহামারি নিয়ন্ত্রণের জন্য সব এলাকায় গেট স্থাপন করা হবে।

এ ছাড়া শহরটিতে এরই মধ্যে বাস ও ট্যাক্সি-সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে শপিং মল, জাদুঘর ও পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার চীনে ১৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হেনান প্রদেশে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া চীনের পূর্বাঞ্চলীয় শহর নিংবো একটি গার্মেন্ট ফ্যাক্টরি থেকে আটজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

চীনের জিয়ান শহরে আজ মঙ্গলবার ৯৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ৯ ডিসেম্বর থেকে চীনের জিয়ান শহরে ১ হাজার ছয় শতাধিক করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে গত কয়েক দিন সেখানে করোনা রোগী গত সপ্তাহের চেয়ে কম শনাক্ত হচ্ছে। 

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’