হোম > বিশ্ব > চীন

৩ জন করোনা শনাক্ত হওয়ায় লকডাউনে চীনের আরেক শহর 

তিনজন উপসর্গহীন করোনা রোগী শনাক্ত ওয়ায় চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের শহর ইউঝু শহরে লকডাউন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে শহরটিতে লকডাউন শুরু হয়েছে। 

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ‘শূন্য-কোভিড’  কৌশল নিয়েছে চীন। তবে সম্প্রতি চীনের বিভিন্ন শহরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে এমন পরিস্থিতির মধ্যেই আগামী ফেব্রুয়ারিতে বেইংজিয়ে শীতকালীন অলিম্পিক শুরু হতে যাচ্ছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউঝু শহরে ১০ লাখ ২৭ হাজার মানুষ বাস করেন। গতকাল সোমবার রাত থেকেই শহরটির জনগণকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। 

এক বিবৃতিতে শহরটির কর্তৃপক্ষ জানায়, শহরটির প্রাণকেন্দ্রে বাস করা জনগণ অবশ্যই বাইরে যেতে পারবে না। মহামারি নিয়ন্ত্রণের জন্য সব এলাকায় গেট স্থাপন করা হবে।

এ ছাড়া শহরটিতে এরই মধ্যে বাস ও ট্যাক্সি-সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে শপিং মল, জাদুঘর ও পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার চীনে ১৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হেনান প্রদেশে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া চীনের পূর্বাঞ্চলীয় শহর নিংবো একটি গার্মেন্ট ফ্যাক্টরি থেকে আটজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

চীনের জিয়ান শহরে আজ মঙ্গলবার ৯৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ৯ ডিসেম্বর থেকে চীনের জিয়ান শহরে ১ হাজার ছয় শতাধিক করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে গত কয়েক দিন সেখানে করোনা রোগী গত সপ্তাহের চেয়ে কম শনাক্ত হচ্ছে। 

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের