হোম > বিশ্ব > চীন

মিথ্যার কারসাজিতে নোংরাভাবে নিজের প্রভাব চিরস্থায়ী করতে চায় যুক্তরাষ্ট্র 

যুক্তরাষ্ট্রকে ‘প্রকৃত মিথ্যার সাম্রাজ্য’ বলে আখ্যা দিয়েছে চীন। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র মিথ্যার সাহায্য নিয়ে নোংরাভাবে বিশ্বে তার প্রভাব চিরস্থায়ী করতে চায়। পাশাপাশি চীন তার বিরুদ্ধে আনীত যুক্তরাষ্ট্রের অভিযোগও—চীন বিশ্বজুড়ে তথ্যকে ম্যানিপুলেট করছে—অস্বীকার করেছে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্রের কিছু মানুষ মনে করে যে, তাঁরা যতক্ষণ পর্যন্ত মিথ্যা তথ্য উৎপাদন করে যেতে পারবে, ততক্ষণই তাঁরা তথ্যযুদ্ধে এগিয়ে থাকবে। কিন্তু পৃথিবীর মানুষ অন্ধ নয়।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রতিনিয়তই বিশ্বের মানুষ জেনে যাচ্ছে যে, যুক্তরাষ্ট্র মিথ্যার আশ্রয় নিয়ে তাদের প্রভাব চিরস্থায়ী করতে চাইছে।’

যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ভুল তথ্য প্রচার ও নিজের সুবিধার্থে অনেক কিছুতেই কারসাজি করেছে এমন হাজারো উদাহরণ রয়েছে উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘অপারেশন মকিংবার্ড থেকে শুরু করে হোয়াইট হেলমেটস নামে তাঁরা বিভিন্ন সময়ে তথ্যের কারসাজি করেছে। এমনকি চীনের জিনজিয়াং নীতি নিয়েও তাঁরা একই কাজ করেছে। সময়ের সঙ্গে বিষয়গুলো প্রমাণিত হয়েছে এবং এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে এক মিথ্যার সাম্রাজ্য।’

উল্লেখ্য, অপারেশন মকিংবার্ড হলো যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি পরিচালিত এমন একটি কৌশলগত অবস্থান, যার মাধ্যমে স্নায়ুযুদ্ধের সময় গণমাধ্যমকে উদ্দেশ্যমূলকভাবে কারসাজির তথ্য সরবরাহ করা হতো। অন্যদিকে হোয়াইট হেলমেটস হলো চলতি শতকের শুরুর দিকে ইরাক ও সিরিয়ায় আক্রমণ চালানোর অজুহাত তৈরির লক্ষ্যে তথ্যের কারসাজি।

এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল এনগেজমেন্ট সেন্টার এক প্রতিবেদনে অভিযোগ করে যে, বেইজিং বিশ্বজুড়ে নিজের স্বার্থ হাসিলে তথ্যের কারসাজি করতে প্রতিবছর কয়েক বিলিয়ন ডলার খরচ করছে। এ ক্ষেত্রে চীন বৈশ্বিক তথ্যপ্রবাহকে নিজের নিয়ন্ত্রণে নিতে প্রতারণা ও জবরদস্তিমূলক পদক্ষেপ নিয়েছে।

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’