হোম > বিশ্ব > চীন

চীনে নতুন ৩০ কোভিড রোগী শনাক্ত

ঢাকা: চীনে নতুন করে ৩০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝুতে নতুন করে সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া আরও ১৮ জনের শরীরে করোনার লক্ষণ দেখা যাচ্ছে। আজ রোববার এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ নিয়ে ২১ মের পর থেকে এ পর্যন্ত শহরটিতে ৮০ জন কোভিড রোগী শনাক্ত হলেন।

চীনের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুরো চীনে গত একদিনে ৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাঁদের দাবি, আক্রান্তদের মধ্যে গুয়াংঝুর সাতজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। বাকি ২৩ জন বিদেশ থেকে এসেছেন।

এমন পরিস্থিতিতে গুয়াংঝু নিয়ে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। গুয়াংঝুর ১১টি জেলায় বাসিন্দাদের গণ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, রোববার এক সংবাদ ব্রিফিংয়ে গুয়াংঝু পৌর স্বাস্থ্য কমিশনের উপপরিচালক চেন বিন বলেন, শহর থেকে বের হতে চাইলে যাত্রার দুই দিন আগে মধ্যে করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ নভেম্বর চীনে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২১ সালের ৫ জুন পর্যন্ত দেশটিতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ৯১ হাজার ২৪৮। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৬।

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮