হোম > বিশ্ব > চীন

বন্যার পর এবার চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ইন-ফা

চীনের হেনান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৫৮ জনের প্রাণ গেছে। বন্যার পর এবার চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ইন-ফা। আজ রোববার (২৫ জুলাই) বিকেল অথবা সন্ধ্যার দিকে এটি দেশটির জাওশান শহরে আঘাত হানতে পারে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে টাইফুন ইন-ফার প্রভাব পড়তে শুরু করেছে। রোববার সকালে চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে টাইফুনের প্রভাব পড়েছে। নগরীর দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। সবাইকে বাসায় অবস্থানের আহ্বান জানানো হয়েছে। 

সাংহাইয়ে বেশ কয়েকটি সরকারি পার্ক ও জাদুঘর বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের বাড়ির বাইরে বড় ধরনের জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টাইফুন ইন-ফা আঘাত হানলে এর বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩৭ কিলোমিটার। 

চীনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হবে। এটি বেশ কিছুদিন স্থায়ী থাকবে। উপকূলীয় অঞ্চলগুলো বেশ ঝুঁকিতে। উপকূলীয় অঞ্চলগুলোকে বৃষ্টি, বাতাস ও জোয়ারের পানি থেকে বিশেষ সুরক্ষা দিতে হবে।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঝিজিয়াং প্রদেশের কর্তৃপক্ষ সব স্কুল, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে।

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’