হোম > বিশ্ব > চীন

একজনের দেহে করোনা শনাক্ত, চীনে বন্ধ হলো বিদ্যালয় 

চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন কর্মীর দেহে করোনা শনাক্ত হওয়ায় সাময়িকভাবে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্কুলটি বন্ধ হওয়ার পর সেখানে বেশ কয়েক ঘণ্টা আটকা ছিল শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের করোনা টেস্ট করিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে খবর শুনে ওই প্রাথমিক বিদ্যালয়ের বাইরে ভিড় করেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। সেখানে তাঁরা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করার পর শিক্ষার্থীদের খবর জানতে পারেন করতে হয়। ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১২ বছর। 

স্থানীয় সংবাদমাধ্যম জিমু নিউজের প্রতিবেদনে বলা হয়, রাত সাড়ে ১১টার দিকে স্কুলটির প্রিন্সিপাল বের হয়ে আসেন। তখন তিনি কিছু শিক্ষার্থীদের কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য অভিভাবকদের নির্দেশ দেন। 

আজ বুধবার ওই শিক্ষার্থীদের বাড়ি যেতে দেওয়ার কথা রয়েছে। একজন কর্মীর দেহে করোনা শনাক্ত হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মীদের করোনা টেস্ট করানো হয়েছে। 

করোনা নিয়ে শুরু থেকেই কড়াকড়ি নীতি আরোপ করেছে চীন। দেশটি শঙ্কা করছে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের জন্য ভাইরাসটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। 

চীন সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, লক্ষ্য ‘সোনালি যুগের’ পুনরুজ্জীবন

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন