হোম > বিশ্ব > চীন

তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত চীনের 

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দৃঢ় ইঙ্গিত দিয়েছে চীন। বেইজিং তালেবানকে ‘শক্তিশালী সমর্থনের’ ইঙ্গিত দিয়ে জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশটির বৈধ সরকার তালেবানকে স্বীকৃতির বিষয়টি ‘উপযুক্ত পরিস্থিতিতেই’ আসবে। শুক্রবার হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত বৃহস্পতিবার আফগানিস্তান বিষয়ে দুই দিনব্যাপী বৈঠক শেষে দেশটিতে ক্ষমতাসীন তালেবান সরকারে ‘শর্ত সাপেক্ষে’ অনুমোদনের প্রতিশ্রুতি দিয়েছেন। চীনের তরফ থেকে এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার দায়ে যুক্তরাষ্ট্রকে আভিযুক্ত করেছেন। 

চীনের আনহুই প্রদেশে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের প্রতিবেশী কয়েকটি দেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ওয়াং বলেছিলেন, আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাদ দেওয়া উচিত নয় এবং কোনোভাবেই দেশটিকে ব্যর্থ দেশের তালিকায় ঠেলে দেওয়া উচিত নয়। 

ওয়াং ই বলেন, ‘আফগানিস্তান বহু বছর ধরে যুদ্ধে ভুগছে এবং বিশ্ব উন্নয়নের গতি থেকে পিছিয়ে পড়েছে। এই পরিস্থিতি চলতে দেওয়া উচিত নয়। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার অন্যান্য দেশের সঙ্গে জড়িত থাকার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে তার প্রতিবেশী দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে পুনর্মিলন, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার এবং নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় আরও অগ্রগতি আশা করছে।’ 

ওপরের সমস্যাগুলো সমাধানে অবিরাম প্রচেষ্টা প্রয়োজন উল্লেখ করে ওয়াং ই বলেন, ‘এটি বিশ্বাস করা হয় যে আফগান সরকারের কূটনৈতিক স্বীকৃতি আসবে যখন উপযুক্ত পরিস্থিতি তৈরি হবে এবং সব পক্ষের উদ্বেগকে আরও দারুণভাবে মূল্যায়ন করা হবে। আমরা আশা করি যে, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার সঠিক পথে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যাবে।’ 

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন