হোম > বিশ্ব > চীন

চীনের সেই বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার

চীনের গুয়াংজি প্রদেশে ১৩২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে থাকা কাউকে জীবিত পাওয়া যায়নি। আজ বুধবার ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয়। চীনা বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

চীনা বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র লিউ লুসং বলেন, চায়না ইস্টার্ন এয়ারলাইনসের এমইউ ৫৭৩৫ উড়োজাহাজটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। যদিও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ব্ল্যাকবক্সটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চায়না ইস্টার্ন এয়ারলাইনসের এই বোয়িং ৭৩৭ বিমানটিতে দুটি ফ্লাইট রেকর্ডারস ছিল। একটি যাত্রীদের কেবিনে ও আরেকটি ককপিটে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা মাও ইয়ানফেং বলেন, বর্তমানে যেই ব্ল্যাকবক্স পাওয়া গেছে এটি একটি কেবিনের নাকি ককপিটের  তা স্পষ্ট নয়।

চীনের দক্ষিণে গুয়াংজি প্রদেশের পার্বত্য এলাকায় ঘন বনাঞ্চলে গতকাল সোমবার চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট এমইউ-৫৭৩৫ বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়। চীনা কর্তৃপক্ষ এ ঘটনাকে দুর্ঘটনা বলে উল্লেখ করেছে। এখন পর্যন্ত উড়োজাহাজ বিধ্বস্তের সঠিক কারণ জানা যায়নি। চীনে এক যুগের মধ্যে সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনা এটি। এর আগে ২০১০ সালে হেনান এয়ারলাইনসের একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে ৯৬ আরোহীর মধ্যে ৪৪ জনের প্রাণহানি হয়েছিল।

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন