হোম > বিশ্ব > চীন

চীনে কয়লাখনি দুর্ঘটনায় ১২ জন নিহত

চীনে পৃথক দুই কয়লাখনি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। সিঙ্গাপুরভিত্তিক সম্প্রচারমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া (সিএনএ) এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। চীনে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এই দুটি দুর্ঘটনা ঘটেছে। চীনের কয়লা খাতে ধারাবাহিক দুর্ঘটনার সর্বশেষ সংযোজন এটি। 

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে সিএনএ জানিয়েছে, চীন সরকার খনি নিরাপত্তা আইন সংশোধনের পরও এই খাতে দুর্ঘটনার পরিমাণ বেড়েই চলেছে। পরিস্থিতি আগের তুলনায় আরও খারাপ হয়েছে। 

দুটি দুর্ঘটনার একটি ঘটেছে গতকাল সোমবার রাতে শানজি প্রদেশের জংইয়াং কাউন্টিতে। খনিটিতে কাজ চলাকালে ভূগর্ভস্থ কয়লার বাংকার ধসে পড়ে ঘটনাস্থলেই মারা যান ৫। তাদের মধ্যে এখনো দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশের হুয়াইহে এনার্জির কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ৭ জন নিহত ও ২ জন নিখোঁজ হন। 

উল্লেখ্য, ২০২৩ সালে চীনের শীর্ষস্থানীয় কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে দুর্ঘটনায় মৃত্যুর হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। সরকার দুর্ঘটনা কমাতে অতিরিক্ত উৎপাদন না করার নির্দেশ দেয়। এ ছাড়া, কয়লাখনিতে নিরাপত্তা সংশ্লিষ্ট বিদ্যমান আইন সংস্কারেও সরকার নজর দেয়। তবে উক্ত সংশোধিত আইনে কিছু উল্লেখযোগ্য সমস্যা রয়েছে বলে প্রতিবেদনে জানা যায়। 

কয়লাখনিতে দুর্ঘটনায় মৃত্যু চীনের একটি নিয়মিত চিত্র। গত মাসে চীনের পিংডিংশান শহরে কয়লাখনি দুর্ঘটনায় ১০ জন মারা যান। পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা তল্লাশি করা হয়। কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ার মতো কোনো পরিবর্তন দেখা যায়নি।

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে