হোম > বিশ্ব > চীন

করোনার সংক্রমণ বাড়ায় বেইজিংয়ে গণপরীক্ষা শুরু

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় চীনের রাজধানী বেইজিংয়ে গণপরীক্ষা শুরু হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার থেকে শহরটির ২ কোটি ১০ লাখ মানুষের করোনা পরীক্ষা করানো হবে। করোনার সংক্রমণ বাড়ায় সাংহাইয়ের মতো বেইজিংয়েও লকডাউন জারি করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এদিকে সাংহাইতে গত এক দিনে করোনায় নতুন করে ৫২ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। 

বেইজিংয়ের চাওয়াং জেলায় গত শনিবার ২৬ জন করোনায় আক্রান্তের খবর এসেছে। ওই জেলায় গতকাল সোমবার থেকেই গণপরীক্ষা শুরু হয়েছে। 

 বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বেইজিং শহরে কয়েক ডজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১২টি জেলার বেশির ভাগ মানুষজনকে তিন দফা পিসিআর পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

 এদিকে সাংহাইর মতো বেইজিংয়ে লকডাউন জারি হতে পারে এমন শঙ্কায় রয়েছে স্থানীয় বাসিন্দারা। চীনের রাজধানী স্বাস্থ্য কর্মকর্তা জু হেজিয়ান গতকাল সোমবার বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে। 

 আজ মঙ্গলবার বেইজিং কর্তৃপক্ষ জানায়, গত এক দিনে শহরটিতে ৩৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ সময় সাংহাইতে ১৬ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

তবে বেইজিংয় কর্তৃপক্ষ করোনার সংক্রমণ ঠেকাতে সতর্ক রয়েছে। বেইজিংয়ে বিভিন্ন কোম্পানিকে কর্মীদের বাড়ি থেকে কাজ করানোর জন্য আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া বেইজিংয়ের বাসিন্দাদের আন্তর্জাতিক শ্রমিক দিবসের ছুটিতে শহরটি না ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে