হোম > বিশ্ব > চীন

চীনা বিনিয়োগে নজর, বুদ্ধমূর্তি সংরক্ষণ করছে তালেবান

অর্থনৈতিক দৈন্য অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চীনা বিনিয়োগের দিকে নজর দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। এর অংশ হিসেবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। পাহারা বসানো হয়েছে বুদ্ধমূর্তি সংরক্ষণের জন্য। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের গ্রামীণ এলাকার বিভিন্ন গুহায় যেন ধ্যানে বসে আছে বহু প্রাচীন বুদ্ধ মূর্তি। শত শত মিটার নিচে থাকা এসব মূর্তিকে তামার তৈরি মূর্তির বৃহৎ সংগ্রহশালা বলে মনে করা হয়। তবে ধ্বংসের বদলে এখন এসব সংরক্ষণেই যেন মনোযোগী তালেবান। 

আফগানিস্তানের প্রথম শতকের বৌদ্ধ ভিক্ষুদের নির্মিত মেস আয়নাক মঠের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তালেবান নেতা হাকুমুল্লাহ মুবারিজ। তিনি বলেন, এসব স্থাপনার সুরক্ষা আফগান ও চীনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে হাকুমুল্লাহ মুবারিজ মার্কিন সমর্থিত আফগান বাহিনীর সঙ্গে লড়াইরত একটি তালেবান যুদ্ধ ইউনিটের নেতৃত্ব ছিলেন। গত বছর কাবুলের পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটলে তাঁর নেতৃত্বাধীন বাহিনীর সদস্যরা মেস আয়নাক তামার মঠের ধ্বংসাবশেষ সংরক্ষণে এগিয়ে আসে। হাকুমুল্লাহ মুবারিজ বলেন, ‘আমরা জানতাম, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে।’

আফগানিস্তানের আনুমানিক এক ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদকে দেশটির সমৃদ্ধ ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে বিবেচনা করছে দেশটির কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিনের ক্রমাগত যুদ্ধ ও সহিংসতার ফলে কোনো সরকারই দেশের খনিজ সম্পদকে সেভাবে কাজে লাগাতে পারেনি। এখন পশ্চিমা সমর্থিত সরকারের পতন এবং মার্কিন বাহিনী প্রত্যাহারের পর দেশটিতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে তুরস্ক, ইরান ও রাশিয়ার মতো দেশগুলো। তালেবানের পক্ষ থেকেও অন্য দেশগুলোর এমন আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। 

তবে আফগানিস্তানে বিনিয়োগের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে চীন।  তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানে একটি বৃহৎ আকারের প্রকল্প হতে পারে মেস আয়নাকে। যা সম্ভাব্যভাবে এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্র পাল্টে দিতে পারে।

 দুই দশক আগে যখন তালেবান প্রথম ক্ষমতায় আসে, তখন তারা দেশটির অন্য অংশে বিশালাকার বুদ্ধমূর্তি ধ্বংস করে দুনিয়াজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছিল। এসব মূর্তিকে ‘পৌত্তলিক প্রতীক’ হিসেবে আখ্যায়িত করত তালেবান। 

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে