হোম > বিশ্ব > চীন

মঙ্গলে নেমেছে চীনের নভোযান

ঢাকা: মঙ্গল গ্রহের মাটি ছুঁয়েছে চীনের নভোযান। আরও ভালো করে বললে ঝুরং নামের একটি রোভার রোবট এ মঙ্গল স্পর্শের গৌরবের অধিকারী হয়েছে। ঝুরং আজ শনিবার মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

ঝুরং এর মঙ্গল স্পর্শের মধ্য দিয়ে চীন পরিণত হলো মঙ্গল জয় করা দ্বিতীয় দেশে। এর আগে শুধু যুক্তরাষ্ট্রই মঙ্গল গ্রহের ভূমি স্পর্শ করতে পেরেছে। এ হিসাবে বলাই যায় মহাকাশেও দুই দেশ টক্কর দিচ্ছে সেয়ানে সেয়ানে।

লালচে গ্রহটিকে ঘিরে মানুষের কল্পনার শেষ নেই। সর্বশেষ প্রয়াত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংও মঙ্গলে বসতি স্থাপনের বাস্তবতার কথা উল্লেখ করে গেছেন। এর কারণ হিসেবে অবশ্য তিনি বলে গেছেন, মানুষের অপরিণামদর্শী কার্যক্রমের কথা। তাঁর এই মঙ্গলে বসতি স্থাপনের সম্ভাবনার পেছেন আছে আসলে এক ধরনের সতর্কতা সংকেত। তবে বিশ্বের শক্তিশালী দেশগুলো একে ঠিক সতর্কতা হিসেবে না নিয়ে বরাবরের মতোই একে নিয়েছে প্রতিযোগিতা হিসেবে। এবার এই প্রতিযোগিতায় চীন অনেকটাই এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিল।

চীনা ভাষায় ঝুরং শব্দের অর্থ হলো ‘আগুনের দেবতা’। তিয়ানওয়েন-১ নভোযানে করে মঙ্গলে পাঠানো হয়েছে এ রোভার রোবটকে। গত ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে তিয়ানওয়েন-১। এর সার্বিক তত্ত্বাবধানে আছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।

সিনহুয়ার খবরে বলা হয়, চীনের তিয়ানওয়েন-১ নামের নভোযান মঙ্গল গ্রহের ইউটোপিয়া প্লানেশিয়া নামের বিস্তৃত সমভূমিতে অবতরণ করে। এর মধ্য দিয়ে মঙ্গলের বুকে প্রথমবারের মতো চীনের পদছাপ পড়ল। এই অভিযানে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

প্রেসিডেন্ট সি তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ‌এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য যথেষ্ট সাহসী ছিলেন আপনারা। মহাকাশ গবেষণায় আপনারা আমাদের দেশকে দক্ষতার সঙ্গে আরেক ধাপ এগিয়ে নিলেন। আপনাদের এই অসাধারণ অর্জনের কথা এই জাতি এই দেশ সব সময় স্মরণের রাখবে।'

চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার বেইজিংয়ের সময় রাত ১টার দিকে নভোযানটি মঙ্গলের বুকে অবতরণ করে। এ সময় ঝুরং নামের রোভার রোবটটিকে মঙ্গলের বুকে পাঠানো হয়। এটি মঙ্গলে নেমে নিজের সোলার প্যানেল ওপেন করে ৩২ কোটি কিলোমিটার দূরে থাকা কন্ট্রোল রুমে সিগনাল পাঠাতে ১৭ মিনিট সময় নেয়। এই ঝুরং রোবটটি এখন মঙ্গলের বুকে ঘুরে বেড়াবে, সংগ্রহ করবে নানা নমুনা ও তথ্য। অবশ্যই এসব তথ্য ও নমুনার একটি অন্যতম লক্ষ্য থাকবে মঙ্গলে প্রাণের অস্তিত্বের সূত্রের অনুসন্ধান।

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে