হোম > বিশ্ব > চীন

তাইওয়ান ছেড়ে চীনের বন্দরে ভিড়ল নাউরুর তরি

চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক শুরু করেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ দেশ নাউরু। মাত্র ১০ দিন আগেই তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল দেশটি। গতকাল বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের শীর্ষস্থানীয় নেতারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নাউরুর পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী লিওনেল আইঙ্গিমিয়ার সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তার আগে দুই দেশের রাষ্ট্রদূত পর্যায়ে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে একটি যৌথ বিবৃতি স্বাক্ষরিত হয়। সে সময় ওয়াং ই ও লিওনেল আইঙ্গিমিয়া উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আজ চীন ও নাউরুর মধ্যকার সম্পর্কের একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। তিনি আরও বলেন, ‘নাউরু চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী ১৮৩তম দেশ।’ 

এর আগে চলতি বছরে ১৬ জানুয়ারি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নাউরু তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তাইওয়ানের সঙ্গে যে অল্প কয়টা দেশ কূটনৈতিক সম্পর্ক রেখেছিল, তার মধ্যে নাউরু একটি। তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা প্রসঙ্গে নাউরু জানিয়েছিল, দেশ ও জনগণের ‘সর্বোত্তম স্বার্থে’ তারা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছে। এর আগে ২০০২ সালের পরপরই নাউরু এক চীননীতিকে স্বীকৃতি দেয় এবং চীনকেই মূল ভূখণ্ড হিসেবে মেনে নেয়। 

নাউরু সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এর মানে হলো, নাউরু প্রজাতন্ত্র আর চীন প্রজাতন্ত্রকে (তাইওয়ান) একটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেবে না, বরং চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই স্বীকৃতি দেবে এবং তাইওয়ানের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক’ ছিন্ন করবে এবং আজ থেকে আর দেশটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে না। তাইওয়ানের সঙ্গে আর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক বা বিনিময় বজায় রাখবে না।

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে