হোম > বিশ্ব > চীন

অন্তরালে থাকা কিন গ্যাংকে সরিয়ে ফের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

দীর্ঘ এক মাস ধরে পর্দার অন্তরালে একপ্রকার নিখোঁজই ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ধারণা করা হচ্ছিল যে তাঁকে হয়তো তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঠিক তাই ঘটল। তাঁর জায়গায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আবারও ফিরছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 

আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

৫৭ বছর বয়সী কিন গ্যাং গত বছরের ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। চীনের বর্তমান প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত কিন গ্যাং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের চীনের রাষ্ট্রদূত ছিলেন। 

গত বছরের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করা এই সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে ২৫ জুনের পর থেকে আর কোনো রাষ্ট্রীয় কূটনৈতিক কাজে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তখন থেকেই মূলত গুঞ্জন শুরু হয় যে তাঁকে হয়তো তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। 

গত জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরকালে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করতে এবং যোগাযোগ পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন গ্যাং। তবে বেইজিংয়ে শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর থেকেই ঊর্ধ্বতন এই চীনা কূটনীতিককে জনসমক্ষে দেখা যায়নি।  
গণমাধ্যমে তাঁর শেষ উপস্থিতি ছিল রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকোর সঙ্গে বৈঠকের সময়। যিনি রাশিয়ায় ভাড়াটে সেনা গোষ্ঠী ভাগনারের স্বল্পস্থায়ী বিদ্রোহের পরে চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বেইজিংয়ে এসেছিলেন। 

গতকাল সোমবার এক প্রেস ব্রিফিংয়ে কিন গ্যাংয়ের দীর্ঘস্থায়ী অনুপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, এ বিষয়ে বলার মতো তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে চীনের কূটনৈতিক কার্যক্রম যথারীতি পরিচালিত হচ্ছে।  

অবশেষে আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওয়াং ই’র নাম (৬৯) প্রকাশ করা হলো। এর মধ্য দিয়ে ওয়াং ই দ্বিতীয় দফায় চীনের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন।

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে