হোম > বিশ্ব > চীন

ইসরায়েলকে অবশ্যই গাজার জনগণকে শাস্তি দেওয়া বন্ধ করতে হবে: চীন 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইসরায়েল গাজায় যেভাবে হামলা চালাচ্ছে, তা দেশটির আত্মরক্ষার জন্য নির্ধারিত যে সুযোগ তা ছাড়িয়ে গেছে। ইসরায়েলকে অবশ্যই গাজার জনগণকে সামষ্টিকভাবে শাস্তি দেওয়া বন্ধ করতে হবে। আজ রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হামাস-ইসরায়েল যুদ্ধ ইস্যুতে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফারহান বিন ফয়সালের সঙ্গে টেলিফোনে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী উল্লিখিত কথাগুলো বলেন। 

ওয়াং ই বলেছেন, ‘গাজায় ইসরায়েল যা করছে তা দেশটির আত্মরক্ষার জন্য নির্ধারিত যে সুযোগ, সেগুলোকে ছাড়িয়ে গেছে। ইসরায়েলকে অবশ্যই গাজার জনগণকে সামষ্টিকভাবে শাস্তি দেওয়া বন্ধ করতে হবে।’ এ সময় ওয়াং ই বলেন, ‘সব পক্ষের উচিত পরিস্থিতি উত্তপ্ত হয় এমন কোনো পদক্ষেপ না নেওয়া এবং যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসা।’ 

এর আগে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে আলাদা দুই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছে চীন। গত ৮ অক্টোবর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ফিলিস্তিন-ইসরায়েলের বর্তমান উত্তেজনা ও সহিংসতা বৃদ্ধির ঘটনায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার, সংযম চর্চার আহ্বান জানাই। পাশাপাশি বেসামরিক নাগরিকদের রক্ষায় এবং পরিস্থিতির যাতে আরও অবনতি না ঘটে, সে জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

তিনি বলেন, ‘সংঘাতের পুনরাবৃত্তির মাধ্যমে একটি বিষয় দেখা যাচ্ছে যে, শান্তি প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী স্থবিরতা চলতে পারে না। দুটি স্বাধীন রাষ্ট্রই এ সমস্যার সমাধান হতে পারে, অর্থাৎ ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এই সংঘাত থেকে বেরিয়ে আসার মূল উপায়।’ 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অত্যন্ত জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। ফিলিস্তিন প্রশ্নে আলোচনা বৃদ্ধি এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রক্রিয়া আরও সহজ এবং স্থায়ী শান্তির উপায় খুঁজে বের করতে হবে। চীন সেই লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাবে।

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের