হোম > বিশ্ব > চীন

‘চীনকে চাপ দেওয়া ও দমিয়ে রাখার চেষ্টা থেকে বিরত থাকা উচিত যুক্তরাষ্ট্রের’ 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘চীনকে চাপ দেওয়া ও দমিয়ে রাখার চেষ্টা থেকে বিরত থাকা উচিত যুক্তরাষ্ট্রের এবং এমন কিছু না করা যা দুই দেশের মধ্যকার সম্পর্কে বাধাগ্রস্ত করে।’ স্থানীয় সময় আজ সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়াশিংটন যেসব নীতি চীনের ওপর চাপিয়ে দিয়ে রপ্তানি নিয়ন্ত্রণ করে বেইজিংয়ের অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে সেগুলো অবশ্যই সংশোধন করা উচিত।’

চীন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী দ্বয়ের ফোনকলে তাঁরা রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের বিষয়ে আলোচনা করেছেন, যা বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তাঁরা দুই দেশের সম্পর্ক দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা করেন। 

যুক্তরাষ্ট্র বারবারই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর আরোপ করেছে। তবে যুক্তরাষ্ট্র সম্প্রতি বেইজিং যদি রাশিয়ার ইউক্রেন আক্রমণকে সমর্থন করে তাহলে এর প্রভাব কী হতে পারে সেই বিষয়ে খোলামেলা আলোচনা করেছে চীনের সঙ্গে। তবে রাশিয়ার কৌশলগত মিত্র সব সময়ই ইউক্রেন যুদ্ধের ব্যাপারে নীরব থেকেছে। রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। 

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন