চীনের পূর্বাঞ্চলের জনপ্রিয় পর্যটন নগরী সুঝোওয়েতে একটি হোটেল ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল ধসের কারণ জানতে তদন্ত চলছে।
চীনে ভবন ধসের ঘটনা নতুন নয়। গত মার্চে দক্ষিণ চীনে হোটেল ধরে ২৯ জন নিহত হন। সেই হোটেলের তিনটি তলা বেআইনিভাবে যোগ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া গত মাসে হুনানে মার্শাল আর্ট সেন্টারে আগুন লেগে ১৮ জন মারা যান।