হোম > বিশ্ব > চীন

চীনের নজর মধ্যপ্রাচ্যে বড় চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র

সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চীনের আলোচনা উভয় পক্ষের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতি আনলেও, অন্যান্য ক্ষেত্রে তা কম। যদিও এই অঞ্চলে বেইজিংয়ের বৃহত্তর ভূমিকা পালনের ইচ্ছা রয়েছে, কিন্তু সে ক্ষেত্রে তাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। কারণ, ওয়াশিংটনকে টপকে চীনের সঙ্গে সখ্য বাড়ানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করে অনেক দেশ।

গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এবং এর ছয় সদস্য রাষ্ট্রের মধ্যে সৌদি আরব, কুয়েত, ওমান এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ ছাড়া গত বৃহস্পতিবার জিসিসির আরেক সদস্য সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ফোনালাপ করেছেন ওয়াং। বৈঠকের মধ্য দিয়ে তারা কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক ত্বরান্বিত করতে এবং একটি মুক্ত-বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে।

চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের মধ্যপ্রাচ্যের গবেষক ইয়িন গ্যাং সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেছেন, ‘চীন এবং জিসিসি দেশগুলোর মধ্যে বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল অর্থনৈতিক।’

তবে সংযুক্ত আরব আমিরাতের জায়েদ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোনাথন ফুলটনের মতে, চীনের জন্য মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ, এই পুরো অঞ্চলজুড়েই ওয়াশিংটনের গভীর রাজনৈতিক ও নিরাপত্তা জোট এবং অংশীদারত্ব বিদ্যমান।তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার রাষ্ট্রগুলো চীনের সঙ্গে বিভিন্ন ফ্রন্টে যুক্ত হতে আগ্রহী। কিন্তু ওয়াশিংটনের সম্পর্ক নষ্ট করার ঝুঁকি নিয়ে নয়, যদি না চীন একই ধরনের প্রতিশ্রুতি দিতে সক্ষম হয়।’

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে