হোম > বিশ্ব > চীন

চীনে করোনায় এক মাসে ৬০ হাজার মানুষের মৃত্যু

করোনাকালীন কঠোর বিধিনিষেধ ‘জিরো কোভিড নীতি’ বাতিলের পর গত এক মাসে চীনে ৬০ হাজার মানুষ মারা গেছে। যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশের বয়স ৮০ বছরের বেশি। শনিবার (১৪ জানুয়ারি) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়, চীনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল দেশটির সরকার। কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভের মুখে গত ডিসেম্বরে এই নীতি থেকে সরে আসতে বাধ্য হয়। এরপর থেকে নতুন করে করোনা সংক্রমণের ঢেউ দেখা দিয়েছে বিভিন্ন অঞ্চলে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, গত ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারির মধ্যে মোট ৫৯ হাজার ৯৩৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গত এক মাসের কিছু বেশি সময়ে করোনার কারণে ফুসফুসে মারাত্মক সংক্রমণে ৫ হাজার ৫০৩ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে স্বাস্থ্য ইনস্টিটিউটগুলো। আর ৫৪ হাজার ৪৩৫ জন করোনার সঙ্গে অন্যান্য শারীরিক জটিলতার কারণে মারা গেছেন বলে জানান স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা।

চীনা কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে চীনের হাসপাতালগুলোয় সংকটাপন্ন করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এখনো ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি।

এদিকে করোনার কারণে মৃত্যুর বিষয়ে চীন সরকারের বক্তব্যের সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে বেইজিং বলেছে, মৃত্যুর সংখ্যা নিয়ে তাদের দেওয়া তথ্য ‘সঠিক’।

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের