হোম > বিশ্ব > চীন

অস্থির এই সময়ে চীন-জার্মানি সহযোগিতা অত্যন্ত প্রয়োজন: সি 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, ‘পরিবর্তিত ও অস্থির এই সময়ে চীন ও জার্মানির মধ্যে বৃহত্তর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।’ স্থানীয় সময় আজ শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে সি চিন পিংয়ের সঙ্গে জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের সাক্ষাতের সময় সি এই আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে করোনা মহামারির পর এই প্রথম বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর কোনো নেতা চীন সফর করলেন। বিশ্লেষকেরা ধারণা করছেন, শুলজের এই সফরের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের সম্পর্কের বরফ গলা শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে, এ দুই নেতা ইউক্রেন-রাশিয়া সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অর্থনীতি নিয়ে আলোচনা করবেন।

সি চিন পিং বলেছেন, ‘বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি খুবই জটিল এবং অস্থির। বিশ্বের প্রভাবশালী ও বৃহৎ দেশ হিসেবে এই পরিবর্তিত ও অস্থির সময়ে চীন ও জার্মানির একত্রে কাজ করা উচিত। তার চেয়েও বড় কথা হলো, এটি আমাদের করতেই হবে, যাতে বিশ্বশান্তি ও উন্নয়ন আমরা এগিয়ে নিতে পারি।’

এদিকে ওলাফ শুলজ সি চিন পিংকে বলেছেন, ‘এটি খুবই ইতিবাচক বিষয় যে, আমরা এই সংকটের সময়েও পরস্পরের সঙ্গে মিলিত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা বর্তমান বিশ্বব্যবস্থাকে সমস্যার মুখে ফেলেছে।’

শুলজ আরও জানিয়েছেন, তিনি এবং সি ইউরোপ ও চীনের পরস্পর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক ক্ষুধা এবং চীন-জার্মানির অর্থনৈতিক সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব নিয়ে আলোচনা করবেন। 

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে