হোম > বিশ্ব > চীন

প্রেসিডেন্ট হিসেবে তিব্বতে সি চিন পিংয়ের প্রথম সফর

চীনের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো তিব্বত সফর করেছেন সি চিন পিং। দুই দিনের সফরে জুলাইয়ের ২১-২২ তারিখ তিনি তিব্বতে ছিলেন। চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা সিনহুয়া নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০১১ সালে সি চিন পিং তিব্বত সফরে গিয়েছিলেন। তখন তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 

সিনহুয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সি চিন পিং সরকারি ফ্লাইটে বেইজিং থেকে প্রথমে তিব্বতের নিংচিতে নামেন। এরপর সেখান থেকে তিব্বতের রাজধানী লাসায় পৌঁছান তিনি। এরপর লাসায় পোটালা প্রাসাদ স্কয়ার ও এর সংলগ্ন বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রম পরিদর্শন করেন। তিব্বতের সংখ্যাগুরু বৌদ্ধ সম্প্রদায়ের সন্ন্যাসী নেতা ও সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, হিমালয় পর্বতঘেরা তিব্বত মধ্য এশিয়ায় অবস্থিত। ১৯৫০ সাল থেকে অঞ্চলটি দখল করে আছে চীন। এই ইস্যুতে চীনের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে ভারত। গত বছর সংঘাতের ঘটনাও ঘটে।

সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে চীনের কেন্দ্রীয় মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝ্যাং ইউক্সিয়া এবং চীনের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ জেনারেল ছিলেন।

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’