হোম > বিশ্ব > চীন

চীনের হাসপাতালে করোনা রোগীর চাপ

করোনাভাইরাস সংক্রমণের ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে চীন। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। প্রতিদিন ঠিক কতজনের মৃত্যু হচ্ছে, তা জানায়নি সরকারি কর্তৃপক্ষ। দেশটির করোনা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন সম্ভবত ৫ হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু হচ্ছে। আজ শুক্রবারের মধ্য চীনের হাসপাতালগুলোয় করোনা রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। চংকিং শহরের পিপলস হাসপাতালের প্রধান প্রবেশদ্বার লবিকে অস্থায়ী কোভিড ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে। 

এদিকে এএফপির প্রতিনিধি হাসপাতাল ঘুরে দেখেছেন সাধারণ শয্যা, জরুরি বিভাগ ও ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) বয়স্ক ও মধ্যবয়স্ক রোগীর চাপ। তাঁরা সবাই করোনায় আক্রান্ত। চীনে করোনার কঠোর বিধিনিষেধ চলছিল। বিক্ষোভের মুখে চলতি মাসের শুরুর দিকে বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেয় সরকার। তারপর থেকেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে। 

একটি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ও নার্স এএফপিকে জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে প্রতিদিন বেশ কয়েকজনের মৃত্যু হচ্ছে। তবে করোনায় যে তাঁদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি সমাধিস্থল পরিদর্শন করেন এএফপির প্রতিনিধি। সেখানে দুই ঘণ্টায় ৪০টি মরদেহ নিতে দেখেছেন তিনি। স্বজনেরা জানিয়েছেন, করোনায় তাঁদের মৃত্যু হয়েছে। চীন সরকার করোনায় মৃত্যুর সংজ্ঞায় পরিবর্তন এনেছে। শুধু শ্বাসযন্ত্রের ব্যর্থতায় মৃত্যু এবং যারা আগে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন না, সেগুলো গণনা করা হয়।

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের