হোম > বিশ্ব > চীন

নতুন দুই প্রজাতির ডাইনোসর

ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতির নমুনা পাওয়া গেছে চীনে। আয়তনের দিক থেকে সেই প্রজাতির ডাইনোসরগুলো ছিল প্রায় নীল তিমির সমান। বিজ্ঞানীদের ধারণা, ১২ থেকে ১৩ কোটি বছর আগে ডাইনোসরের এই প্রজাতিগুলো পৃথিবীতে বিচরণ করত।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং থেকেই ডাইনোসরের জীবাশ্মগুলো পাওয়া গেছে। সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন গবেষকেরা। নমুনাগুলো পরীক্ষা করে চীনা একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা দেখতে পান, এগুলো ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতি। ইতিপূর্বে এই প্রজাতির ডাইনোসরের নমুনা পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। পরে দুটি প্রজাতির মধ্যে একটির নামকরণ করা হয়, সিলুটাইটান সিনেসিস বা সিলু। যার অর্থ হলো সিল্ক রোড। অন্যটির দেওয়া হয়, হামিটাইটান জিনজিয়াংগেনসিস। অর্থাৎ যেখানে নমুনাটি পাওয়া গিয়েছিল সেই এলাকার নামের সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হয়।

বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলু প্রজাতির ডাইনোসরগুলোর একেকটি ২০ মিটারেরও বেশি লম্বা হতো এবং হামিটাইটান প্রজাতির ডাইনোসরগুলো হতো ১৭ মিটারের কাছাকাছি। সমুদ্রে যেসব নীল তিমি বসবাস করে সেগুলোর একেকটি ২৩ থেকে ৩০ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে।
গবেষণায় বেরিয়ে এসেছে আবিষ্কার হওয়া প্রজাতিগুলো ডাইনোসরের সওরোপড গোত্রের ছিল। এ ধরনের ডাইনোসরের ঘাড় অনেক দীর্ঘ হয়। আর এরা সাধারণত উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করত।

গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, এশিয়ার মধ্যে এ ধরনের মেরুদণ্ডী ডাইনোসরের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্পূর্ণ নতুন ঘটনা। এর আগে গত এপ্রিলে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিংয়ে উড়তে পারত এমন ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এ ছাড়া গত বছর ডাইনোসর বিশেষজ্ঞরা চীন থেকেই আরও একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন। ধারণা করা হয়, সেই ডাইনোসরটি সাড়ে ১২ কোটি বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল।

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে