ঢাকা : চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, হুবেই প্রদেশের ঝাংওয়ান জেলার শিয়ান শহরের একটি আবাসিক এলাকায় স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে গ্যাসের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর বিধ্বস্ত ভবনের নিচ থেকে শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩৭ জনের অবস্থা গুরুতর।
কর্মকর্তারা জানিয়েছেন, এখনো অনেক মানুষ বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে আছে। শিয়ান শহর কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করা হচ্ছে।