হোম > বিশ্ব > চীন

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র করবে চীন

জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে চীন। বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রটি হলো মধ্যচীনের থ্রি গর্জেস ড্যাম। নতুন প্রকল্পে উৎপাদিত জলবিদ্যুতের পরিমাণ এর প্রায় তিন গুণ হবে।

তবে এই প্রকল্প পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের ওপর মারাত্বক প্রভাব ফেলতে পারে আশঙ্কা করছে ভারত।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোব টাইমস জানিয়েছে, অরুণাচল সীমান্তের কাছাকাছি তিব্বতের মেদগ কাউন্টিতে ব্রহ্মপুত্রের উপরে এই বাঁধ নির্মাণ করার পরিকল্পনা করেছে চীন সরকার। অবশ্য এর আগে ব্রহ্মপুত্রের উপর বেশ কয়েকটি ছোট বাঁধ নির্মাণ করেছে বেইজিং।

গত মার্চে ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথম এই পরিকল্পনার কথা উল্লেখ করে চীন সরকার। তবে পরিকল্পনার বিস্তারিত নিয়ে চীন সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

বাঁধ নির্মাণের জন্য গত ১৬ অক্টোবর তিব্বতের স্বায়ত্তশাসিত প্রশাসনের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে  চীনের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানি পাওয়ার চায়না। পরে কমিউনিস্ট পার্টি অব চায়নার ইয়ুথ লিগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন বাঁধ প্রকল্পের খবরটি জানানো হয়। ।

এদিকে এই বাঁধ নির্মাণের কারণে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ পানির প্রধান উৎসের নিয়ন্ত্রণ চীনের কমিউনিস্ট পার্টির হাতে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

গত মাসে ভারতের সমাজ বিজ্ঞানী ব্রহ্মা চেল্লানি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে পানি নিয়ে বিরোধ।  চীনের এই কর্মকাণ্ড ভাটি অঞ্চলের জনগণের জন্য ‘পানি বোমার’ মতো কাজ করতে পারে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের স্টিমসন সেন্টারের বিশেষজ্ঞ ব্রায়ান আইলর বলেন, বৃহৎ বাঁধ নির্মাণের পরিকল্পনা বিভিন্ন কারণে খারাপ। থ্রি গর্জেস ড্যাম নির্মাণের কারণে প্রায় ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে