হোম > বিশ্ব > চীন

তাইওয়ানকে রক্ষার প্রতিজ্ঞা যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিক্রিয়া চীনের 

চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। সোমবার জাপান ভ্রমণকালে এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে চীন। বলেছে, চীন যেকোনো মূল্যে তাইওয়ান ইস্যুতে নিজেদের স্বার্থ রক্ষা করবে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বাইডেন বলেছেন, চীন তাইওয়ান আক্রমণ করলে তিনি সেনাবাহিনী ব্যবহার করবেন। বিশ্লেষকদের ধারণা, এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের ব্যাপারে অনুসৃত দীর্ঘদিনের নীতি থেকে সরে আসল। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক যৌথ সম্মেলনে বলেন, তাইওয়ানকে রক্ষা করা ‘আমাদের করা প্রতিজ্ঞার’ মধ্যেই পড়ে। 

এ সময়, তাঁকে যুক্তরাষ্ট্র অনুসৃত ‘এক চীন’ নীতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো এই নীতিই অনুসরণ করে। কিন্তু তার মানে এই নয় যে, কেউ জোর করে তাইওয়ান দখল করে নেবে, এটা কোনোভাবেই উচিত হবে না। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘তাইওয়ান চীনের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।’ চীনের কমিউনিস্ট পার্টি কখনোই স্ব-শাসিত তাইওয়ানকে কোনোভাবে নিয়ন্ত্রণ করেনি বলেও জানান তিনি। এ সময়, তিনি এ প্রতিজ্ঞার কথাও স্মরণ করিয়ে দেন যে—প্রয়োজন হলে চীন যেকোনো সময় এই অঞ্চল তার নিয়ন্ত্রণে নিতে পারে, এমনকি বল প্রয়োগ করে হলেও। 

ওয়াং ওয়েনবিন আরও বলেছেন, ‘তাইওয়ান ইস্যু একান্তভাবেই চীনের অভ্যন্তরীণ ইস্যু। সুতরাং চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে সমঝোতা বা ছাড় দেওয়ার সুযোগ নেই।’

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’