হোম > বিশ্ব > চীন

তাইওয়ানকে রক্ষার প্রতিজ্ঞা যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিক্রিয়া চীনের 

চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। সোমবার জাপান ভ্রমণকালে এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে চীন। বলেছে, চীন যেকোনো মূল্যে তাইওয়ান ইস্যুতে নিজেদের স্বার্থ রক্ষা করবে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বাইডেন বলেছেন, চীন তাইওয়ান আক্রমণ করলে তিনি সেনাবাহিনী ব্যবহার করবেন। বিশ্লেষকদের ধারণা, এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের ব্যাপারে অনুসৃত দীর্ঘদিনের নীতি থেকে সরে আসল। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক যৌথ সম্মেলনে বলেন, তাইওয়ানকে রক্ষা করা ‘আমাদের করা প্রতিজ্ঞার’ মধ্যেই পড়ে। 

এ সময়, তাঁকে যুক্তরাষ্ট্র অনুসৃত ‘এক চীন’ নীতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো এই নীতিই অনুসরণ করে। কিন্তু তার মানে এই নয় যে, কেউ জোর করে তাইওয়ান দখল করে নেবে, এটা কোনোভাবেই উচিত হবে না। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘তাইওয়ান চীনের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।’ চীনের কমিউনিস্ট পার্টি কখনোই স্ব-শাসিত তাইওয়ানকে কোনোভাবে নিয়ন্ত্রণ করেনি বলেও জানান তিনি। এ সময়, তিনি এ প্রতিজ্ঞার কথাও স্মরণ করিয়ে দেন যে—প্রয়োজন হলে চীন যেকোনো সময় এই অঞ্চল তার নিয়ন্ত্রণে নিতে পারে, এমনকি বল প্রয়োগ করে হলেও। 

ওয়াং ওয়েনবিন আরও বলেছেন, ‘তাইওয়ান ইস্যু একান্তভাবেই চীনের অভ্যন্তরীণ ইস্যু। সুতরাং চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে সমঝোতা বা ছাড় দেওয়ার সুযোগ নেই।’

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন