হোম > বিশ্ব > চীন

হুয়াওয়ে কর্মকর্তার মুক্তিতে দুই কানাডীয়কে ছেড়ে দিল চীন

গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাগারে থাকা দুই কানাডীয় নাগরিক মাইকেল স্পেভার ও মাইকেল কোভরিগকে মুক্তি দিয়েছে চীন। কানাডার আদালতে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে এবং হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুর মুক্তির পর আজ তাঁদের মুক্তি দিল চীন। 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দুজনই স্থানীয় সময় শনিবার ভোরে কানাডায় আসবেন। তাঁদের সঙ্গে রয়েছেন চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ডমিনিক বার্টন। 

এ দুই কানাডীয়র প্রায় আড়াই বছর কারাগারে থাকা প্রসঙ্গে ট্রুডো বলেন, 'দিনগুলো অবিশ্বাস্যভাবে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছে। গত এক হাজার দিন তাঁরা শক্তি, অধ্যবসায়, ধৈর্য ও অনুগ্রহ দেখিয়েছেন। এখন সুসংবাদ হলো তাঁরা পরিবারের কাছে ফিরতে যাচ্ছেন। 

প্রসঙ্গত, ২০১৮ সালে কানাডায় আটক হন চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের কর্মকর্তা মেং ওয়ানঝু। এর পরপরই গুপ্তচরবৃত্তির অভিযোগে মাইকেল স্পেভার ও মাইকেল কোভরিগকে গ্রেপ্তার করে চীন। এ ঘটনায় গত তিন বছর ধরে দেশ দুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে। 

অবশেষে দুজনের মুক্তি মেলায় এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, চীনের এই পদক্ষেপের কারণে তার দেশ ‘সন্তুষ্ট’। তবে ওই ব্যক্তিরা 'আড়াই বছরেরও বেশি সময় নির্বিচারে আটক' বলেও তিনি উল্লেখ করেন। 

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির