হোম > বিশ্ব > চীন

চীনে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০২

চীনে গত মাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০২ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার (২ আগস্ট) দেশটির স্থানীয় সরকারের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেনান প্রদেশের রাজধানী ঝেংঝুতে বন্যায় মারা গেছে সবচেয়ে বেশি।

স্থানীয় সরকারের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছে, বন্যায় এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ৫০ জন। এরমধ্যে শুধু ঝেংঝুতেই নিখোঁজ ৪৭ জন। বন্যার উপকেন্দ্র ঝেংঝুতে বন্যায় মারা গেছে ২৯২ জন। অনেক লোকজন সাবওয়ে ট্রেন, ভূগর্ভস্থ পার্কিং এবং টানেলে আটকা পড়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে তিন দিনে ঝেংঝু শহরে ৬১৭ দশমিক ১ মিলিমিটার (২৪ দশমিক ৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। অথচ শহরটির বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ ৬৪০ দশমিক ৮ মিলিমিটার। বন্যায় প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ কমপক্ষে এক হাজার ৮০০ কোটি ডলার। পাঁচ লাখ ৮০ হাজার হেক্টরস জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার সাম্প্রতিক তাপপ্রবাহ, পশ্চিম ইউরোপে হয়ে যাওয়া প্রবল বন্যার মতো করেই চীনের এমন অস্বাভাবিক ভার বৃষ্টিপাতের কারণ নিশ্চিতভাবে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন।

এ বিষয়ে সিটি ইউনিভার্সিটি অব হংকংয়ের বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অধ্যাপক জনি চ্যান রয়টার্সকে বলেন, ‘এমন অস্বাভাবিক আবহাওয়ার মুখে ভবিষ্যতে ঘন ঘন পড়তে হবে। জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা এখনই জরুরি।’

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে