হোম > বিশ্ব > চীন

ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটানো হয়েছিল সেই চীনা উড়োজাহাজে

ইচ্ছে করেই দুর্ঘটনা ঘটানো হয়েছিল চীনা বিমান সংস্থা ইস্টার্ন এয়ারলাইনসের উড়োজাহাজটিতে। বিধ্বস্ত উড়োজাহাজটির উদ্ধারকৃত ব্ল্যাক বক্স থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গত মার্চের ২১ তারিখে দুর্ঘটনায় পড়া ওই উড়োজাহাজের ককপিট থেকে কেউ একজন ইচ্ছাকৃতভাবেই ক্র্যাশ করতে বাধ্য করেছে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ওয়ালস্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে ব্ল্যাক বক্সের তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একদল মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে উড়োজাহাজটিতে টেকনিক্যাল কোনো ত্রুটি পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে বিমানটির ক্রুদের গতিবিধির ওপর দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে। তবে এই বিষয়ে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং করপোরেশন এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। চীনা কর্তৃপক্ষও এখনো কোনো মন্তব্য করেনি।

গত মার্চে বোয়িং ৭৩৭-৮০০ সিরিজের উড়োজাহাজটি চীনের কুনমিং থেকে গুয়াংঝুতে যাচ্ছিল। পথে, গুয়াংজি পর্বতে আছড়ে পরে উড়োজাহাজটি ধ্বংস হয়। সেসময় উড়োজাহাজটিতে থাকা ১৩২ জন যাত্রী ও ক্রুর প্রত্যেকেই নিহত হন। বিগত ২৮ বছরের মধ্যে চীনের মূল ভূখণ্ডে এই বিমান দুর্ঘটনাই সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার পর চীনা বিমান সংস্থাটি তাদের বহরে থাকা বোয়িংয়ের তৈরি উড়োজাহাজগুলোর ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছিল।

পরে চীনা কর্তৃপক্ষ এপ্রিলের মাঝামাঝি প্রাথমিক তদন্তের পর কোনো ধরনের টেকনিক্যাল ত্রুটি না পেয়ে বোয়িংয়ের উড়োজাহাজগুলোর ফ্লাইট আবার চালু করে। চীন ১৯৯৭ সাল থেকে বোয়িংয়ের উড়োজাহাজ ব্যবহার করে আসছে। 

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন