হোম > বিশ্ব > চীন

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ চীন

গত দুই দশকে বৈশ্বিক সম্পদ বৃদ্ধিতে চীনের আধিপত্য ছিল সবচেয়ে বেশি। গত দুই দশকে বৈশ্বিক সম্পদ যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চীনের। ফলে যুক্তরাষ্ট্রকে টপকে এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকার শীর্ষে অবস্থান করছে দেশটি। ম্যানেজমেন্ট কানসালটিং ফার্ম ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোট বৈশ্বিক আয়ের ৬০ শতাংশের বেশি যে ১০টি দেশের দখলে রয়েছে, সেসব দেশের জাতীয় আয়-ব্যয়ের হিসাব করে এ গবেষণাটি করা হয়েছে। 

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে সেটি বেড়ে ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলার হয়েছে। অর্থাৎ দুই দশকে বিশ্বের সম্পদ বেড়েছে তিন গুণ। বিশ্বের সম্পদ তিন গুণ বাড়ার পেছনে চীনের ভূমিকা বেশি। কেননা, ২০০০ সালে চীনের নিট সম্পদের মূল্য ছিল ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। যা ২০২০ সালে বেড়ে ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে চীনের প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের গত দুই দশকে নিট সম্পদের মূল্য বেড়েছে দ্বিগুণের বেশি। দেশটির নিট সম্পদের মূল্য বেড়ে ৯০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। 

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, দুই বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ ধনকুবেরের হাতে বিশ্বের দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে। তাদের সম্পদ দিন দিন বেড়েই চলছে।   

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে