হোম > বিশ্ব > চীন

লকডাউনের মধ্যে চীনের জিয়ান শহরে খাদ্য সংকটের অভিযোগ 

এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর চীনের জিয়ান। শহরটিতে এক সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে করোনা সংক্রমণের হার এখনো ঊর্ধ্বমুখী। এর মধ্যে সেখানে খাদ্য সংকটের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। 

 ২০১৯ সালের শেষের দিকে চীনে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর থেকেই করোনা ঠেকাতে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করে চীন সরকার। 
 
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, জিয়ানে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা হয়েছে। 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়, ‘হাজমত স্যুট’-এ বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করছেন কর্মীরা। 

স্থানীয় কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা সম্প্রতি কয়েকশ টন বিনা মূল্যে খাদ্য ও সরবরাহ করেছে। তবে লকডাউন পরিস্থিতিতে তারা বাসিন্দাদের সহনশীলতা অনুশীলন করারও আহ্বান জানিয়েছেন। 
 
স্থানীয় কর্মকর্তা ঝাও লি বলেন, বর্তমানে জিয়ানে খাবার দেওয়ার জন্য প্রস্তুতি ও সমন্বয়ের গতি বাড়ানো হয়েছে। 
 
তবে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁরা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না। 
 
স্থানীয় বাসিন্দা অ্যাডা ঝাও বলেন, আমাদের এলাকায় আমরা খাবার সংগ্রহের কোনো নোটিশ পাইনি। 

তিনি আরও বলেন, মুদি পণ্যগুলোর চাহিদা বাড়তে থাকায় সঠিক সময়ে খাদ্য পেতে সমস্যা হচ্ছে। 

 উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে